×

খেলা

বেশি সুইপ শট খেলার ব্যাখ্যা দিলেন ভেরেইনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম

বেশি সুইপ শট খেলার ব্যাখ্যা দিলেন ভেরেইনা

কাইল ভেরেইনা

   

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শেষে ১০১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০১ রান তুলেছে বাংলাদেশ, তিনটি উইকেটও হারিয়েছে। সবমিলিয়ে চালকের আসনে প্রোটিয়ারাই।

এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ২০২ রানের লিড নিয়ে থামে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইনার অনবদ্য সেঞ্চুরিতেই এই লিড পায় প্রোটিয়ারা। সেঞ্চুরি হাঁকানোর পথে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল সুইপ শট। এ নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যাও দিয়েছেন ভেরেইনা।

তার ভাষ্যমতে, ‘আসলে আমার মনে হয় না, অতিরিক্ত সুইপ খেলা হয়েছে। স্পিন বোলিংকে এভাবে সামলানোর চেষ্টা করেছি। উপমহাদেশের কন্ডিশন বলেই হয়েছে এমন নয়। দেশের মাটিতেই স্পিনের বিপক্ষে আমি চেষ্টা করি যত বেশি সম্ভব সুইপ শট খেলা যায়। আজকেও অনেক স্পিন খেলতে হয়েছে। ফলে চেষ্টা করেছি, সেভাবেই মোকাবেলা করতে।’

ভেরেইনা আরো বলেন, ‘মাল্ডার-আমি শুরু করেছি আজকে। আগে ব্যাটিং কোচ অ্যাশির (অ্যাশওয়েল প্রিন্স) সাথে কথা হয়েছে। কীভাবে, কী করব, তা নিয়ে। তবে নির্দিষ্ট করে সুইপ খেলা নিয়ে অত কথা হয়নি। তবে চেষ্টা ছিল, আমরা কীভাবে রান বের করতে পারি। চেষ্টা করেছি হাতে অপশন রাখতে। হার্শ (বাজে) কোনো শট না খেলতে। ইতিবাচক ক্রিকেট খেলে চেষ্টা করেছি ভালো জায়গায় যেতে। এটাই ছিল আমাদের লক্ষ্য। অ্যাশির (অ্যাশওয়েল প্রিন্স) সাথে টেইলের সাথে ব্যাটিং নিয়েও কথা হয়েছে। কেজি (কাগিসো রাবাদা), পিটির (ডেন পিডট) সাথে ব্যাট করার সময় সেসব কাজে লাগিয়েছি।’

সুইপ খেলার ব্যাপারে ভেরেইনা আরও বলেন, ‘সুইপ নিয়ে আমি কাজ করেছি অনেক। অনেকের অনেক ধরনের খেলার পদ্ধতি থাকে। আমি দেখেছি উইয়ান (মাল্ডার), টনি (ডি জর্জি), রায়ানরা (রিকেলটন) সুইপে অনেক রান পেয়েছে। বলছি না, খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল। তবে একেক জনের রান করার একেক রকমের পদ্ধতি থেকে থাকে। ফলে এরকম কিছুই ছিল এখানে। এটি আমার শক্তিশালী জায়গা ছিল। ফলে চেষ্টা করেছি কাজে লাগাতে।’

মিরপুরের উইকেট প্রসঙ্গে ভেরেইনার দাবি, ‘(উইকেট) সকালে কিছুটা ভালো ছিল আগের দিনের চেয়ে। কিছুটা ভালো মনে হয়েছে উইকেট। ধীরে ধীরে কঠিন হয়েছে উইকেট। আশা করি সামনে আরও হতে থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App