এবার নেপালে খেলবেন সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম

মোহাম্মদ সাইফউদ্দিন
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সরাসরি চুক্তিতে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স।
এদিকে এনপিএলের পাশাপাশি একই সময়ে ঘরোয়া আসর এনসিএল-ও মাঠে গড়াবে। তাই ওই সময়ে বিদেশি কোনো লিগের জন্য এই অলরাউন্ডারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনওসি দেবে কি না, তা নিয়ে শঙ্কা আছে।
এই লিগে নেপালের প্রধান ৮টি শহর- বিরাটনগর, চিতওয়ান, জনকপুর, কর্নালি, কাঠমান্ডু, লুম্বিনি, পোখারা এবং সুদুরপাশিম অংশ নেবে। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
এনপিএলের প্রথম আসরের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেয়েছিলেন সাইফউদ্দিন। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার।