×

খেলা

‘মিরাজ সেঞ্চুরিটা ডিজার্ভ করত’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম

‘মিরাজ সেঞ্চুরিটা ডিজার্ভ করত’

ছবি: সংগৃহীত

   

প্রথম ইনিংসেই মিরপুর টেস্টের ফল নির্ধারণ হয়ে গিয়েছিল। বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ২০২ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। হোম অব ক্রিকেটে ২০২ রানে পিছিয়ে থেকে লড়াই করা বেশ কঠিন। কিন্তু মিরাজের দুর্দান্ত ইনিংসে সেই লড়াই-ও জমিয়ে তুলেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের লিড টপকে ভালো কিছুর আভাস দিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিক দল। 

তবে চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে মোটেই বেগ পেতে হয়নি সফরকারীদের। প্রথম সেশন শেষ হবার আগেই লক্ষ্য টপকে যায় প্রোটিয়ারা। তবে মিরাজের এমন দুর্দান্ত ইনিংসে তাকে প্রশংসায় ভাসিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, হ্যাঁ অবশ্যই (বাংলাদেশ কঠিন সময় দিয়েছে)। নতুন বল খেলাটা বেশ কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।

বাংলাদেশকে হারাতে পেরে খুশি মার্করাম। তার ভাষ্য, অবশ্যই দারুণ খুশি। সব ক্রীড়াবিদই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই চায় যত বেশি সম্ভব ম্যাচ জিততে। ভালো দল গড়ার শর্ত হলো, ঘন ঘন এটি করতে পারা। এটাই সামনে আমাদের রোমাঞ্চিত করছে। এখন দল হিসেবে আমাদের জন্য গর্বের ব্যাপার এটি। আমরা বেশ খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App