বড় লিডের পথে নিউজিল্যান্ড, হারের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম

নিউজিল্যান্ড-ভারত ম্যাচ, ছবি: সংগৃহীত
পুনে টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড। ভারতের সাজানো ছকেই তাদের নাকানি-চোবানি খাওয়াচ্ছে কিউইরা। নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হবার পর ম্যান ইন ব্লুদের মাত্র ১৫৬ রানে গুটিয়ে দিয়েছে ব্ল্যাক-ক্যাপসরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। এতে ভারতের সামনে কিউইদের লিড ৩০১ রান। এখনও হাতে আছে ৫ উইকেট। ৩০ রানে টম ব্লান্ডেল এবং ৯ রান নিয়ে গ্লেন ফিলিপস উইকেটে আছেন।
তৃতীয় দিনে স্বাভাবিকভাবেই লিড আরো বাড়িয়ে নেবে নিউজিল্যান্ড। ফলে ভারতের ব্যাটিং লাইনআপের ওপর চাপ আরো বাড়তে থাকবে। স্বাগতিকরা প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যাওয়ায় কিউইরা ৩৫০ কিংবা ৪০০ এর কাছাকাছি লিড দিলে হারের শঙ্কায় পড়বে ভারত। আর এই ম্যাচ হেরে গেলে সিরিজও খুইয়ে ফেলবে ম্যান ইন ব্লুরা।
শুক্রবার (২৫ অক্টোবর) ১ উইকেটে ১৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তবে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে মধ্যাহ্নভোজের কিছুক্ষণ পরই মাত্র ১৫৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস। একাই ৭ উইকেট নেন কিউই এই স্পিনার।
ভারতের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া ৩০ রান করে করেন ওপেনার জয়সওয়াল ও গিল। বাকিদের কেউই ২০-এর ঘর ছুঁতে পারেননি।
১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কিউইরা। দলীয় ৩৬ রানে কনওয়ে ফেরার পর দলীয় ৭৮ রানে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইল ইয়াং। এরপর দ্রুতই আরো দুই উইকেট হারায় কিউইরা। ৯ রানে রাচিন এবং ২৩ বলে ১৮ রান করে বিদায় নেন ড্যারিল মিচেল। দিনের একদম শেষদিকে অধিনায়ককে হারায় সফরকারীরা। ফেরার আগে ১৩৩ বলে ৮৬ রান করেন টম লাথাম।
ভারতের হয়ে ৫৬ রান খরচায় একাই ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।