×

খেলা

ম্যানইউর হোঁচট, কষ্টার্জিত জয় টটেনহামের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পিএম

ম্যানইউর হোঁচট, কষ্টার্জিত জয় টটেনহামের

ছবি: সংগৃহীত

   

ইউরোপা ফুটবল লিগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ফেনারবাচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যান ইউ। একই রাতে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহাম হটস্পার। এজেড আলকমারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে টটেনহাম। এতে লিগ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জিতলো টটেনগাম।

ফেনারবাচের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে ছিল ম্যানচেষ্টার ইউনাইটেডের। প্রথম ১০ মিনিটে দুটি আক্রমণ করলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি।

তবে ১৫ মিনিটে কাঙ্খিত গোলের স্বাদ নেয় ম্যানচেষ্টার ইউনাইটেড। মধ্যমাঠ থেকে বল পেয়ে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। ১-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ম্যান ইউ।

দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল হজম করে ম্যানচেষ্টার ইউনাইটেড। ম্যাচের ৪৯তম মিনিটে ফেনারবাচকে ম্যাচে ফেরান ইউসুফ এন-নেসিরি। ম্যাক্সিমিনের ক্রস থেকে হেডে গোল করেন ইউসুফ এন-নেসিরি।

এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ম্যাচটি ড্র’তে শেষ হয়। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলে ১৪তম স্থানে ফেনারবাচ। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২১তম স্থানে ম্যান ইউ।

এদিকে, ঘরের মাঠে আলকমারের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয় টটেনহ্যামকে। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামকে গোলের স্বাদ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ওই এক গোলেই ম্যাচ জয়ের স্বাদ পায় টটেনহাম।

৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে টটেনহাম। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে লাৎজিও। একই রাতে এফসি টুয়েন্টিকে ২-০ গোলে হারিয়েছে লাৎজিও। এ ছাড়া এএস রোমাও ১-০ গোলে ডিনামো কিয়েভেকে এবং বেসিকতাস ১-০ গোলে হারিয়েছে লিও’কে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App