×

খেলা

তহুরার হ্যাটট্রিকে সাফের ফাইনালে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম

তহুরার হ্যাটট্রিকে সাফের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

   

ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দেন বাংলার মেয়েরা। শেষমেশ তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রবিবার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা।

ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। চমৎকার ড্রিবলিংয়ে বল দখলে নেন তহুরা। এরপর ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক সাবিনা। ম্যাচের ২৬তম মিনিটে লাল-সবুজদের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।

এর ১০ মিনিট পর দলের এক হালি ও নিজের দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ৩৭তম মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা। মাঝমাঠ থেকে বল টেনে গোলরক্ষককে কাঁটিয়ে গোল করেন তিনি।

ম্যাচের ৪১তম মিনিটে লাজোমের নৈপুণ্যে এক গোল পরিশোধ করে ভুটান। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে আরো বেশকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষমেশ ৫-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। দুর্দান্ত পাসিংয়ে সাজানো এক গোলে হ্যাটট্রিক করেন তিনি।

৭২তম মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার বাঁকানো দর্শনীয় কর্নার কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে একই স্টেডিয়ামে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল। দ্বিতীয় সেমিতে নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দল ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে।

এর আগে, ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছিল বাংলাদেশ। এ ছাড়া পাকিস্তানের ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App