×

খেলা

অধিনায়কত্বের জন্য ‘প্রস্তুত’ তাইজুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম

অধিনায়কত্বের জন্য ‘প্রস্তুত’ তাইজুল

তাইজুল ইসলাম

   

এক বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ৮ মাস পরেই হাঁপিয়ে উঠেছেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়তে চান বাঁ-হাতি এই ব্যাটার।

শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর আলোচনায়, কে হচ্ছেন লাল-সবুজের পরবর্তী অধিনায়ক। এ নিয়ে প্রাথমিকভাবে আলোচনাও হয়েছে। এক্ষেত্রে তিন ফরম্যাটে একক কোনো ক্রিকেটারকে দায়িত্ব নিতে নারাজ বোর্ড পরিচালকরা। গুঞ্জন রয়েছে, টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টির জন্য তাওহিদ হৃদয়ের নাম আসতে পারে।

তবে আজ (২৮ অক্টোবর) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করে তাইজুল ইসলাম বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলেছি, তো পুরাটাই তৈরি।’

শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়া প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আপনারা শুনে থাকতে পারেন, আমি এখনো বিষয়টি শুনিনি। এটা আমার পার্টও না, এ বিষয়ে জানি না।’

অধিনায়ক কে হবে, এমন আলোচনা হয়েছে কি না প্রশ্নে এই স্পিনার বলেন, ‘অধিনায়ক কে হবে, এমন কোন টিম মিটিং হয় নাই। আমি জানিই না, এ বিষয়ে।’

সিনিয়র ক্রিকেটার হিসেবে অবদান রাখা নিয়ে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

তিনি যোগ করেন, ‘আমার কাছে মনে হয়, অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App