×

খেলা

শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন তাইজুল

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব সামলাছেন নাজমুল হোসেন শান্ত। এক বছরের জন্য গেল ফেব্রুয়ারিতে এই দায়িত্ব পান তিনি। তবে ৮ মাস পরেই হাঁপিয়ে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়তে চান বাঁ-হাতি এই ব্যাটার।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেননি শান্ত। তার পরিবর্তে তাইজুল ইসলামকে এসেছিলেন। তবে শান্তর নেতৃত্ব ছাড়ার কারণ নিয়ে কোনো কথা বলেননি এই স্পিনার।

তাইজুল বলেন, এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে, এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।

তাইজুল যোগ করেন, এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই ইম্পরট্যান্ট। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে, এটা আসলে আমাদের পার্ট না।

সিনিয়র ক্রিকেটার হিসেবে তাইজুল বলেন, আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App