চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বিসিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম টেস্ট মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে মাঠে গড়াবে। অনেক আগেই এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ম্যাচ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিক দল। উইকেটকিপার জাকের আলি অনিকের পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কন দলে ডাক পেয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
ইনজুরির কারণে জাকেরের এই টেস্টে খেলা হচ্ছে না। ফলে তার জায়গায় তরুণ অঙ্কনকে সুযোগ দেওয়া হয়েছে। এই উইকেটকিপার ব্যাটারও টেস্ট অভিষেকের অপেক্ষায়।
গত ম্যাচে চোটে পড়েন অভিষিক্ত জাকের। রবিবার অনুশীলনের সময়ও মাথায় বলের আঘাত লেগেছে তার। ফলে আপাতত তাকে বিশ্রাম ও পর্যবেক্ষণে থাকতে হচ্ছে।
এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ব্যাটিং প্র্যাকটিসের সময় জাকের কনকাশনের শিকার হন। তার আগেও কনকাশন হয়েছে, এখনও কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আগের কনকাশনগুলো বিবেচনায় এবার সুস্থ হতে একটু সময় লাগতে পারে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় টেস্ট থেকে জাকের ছিটকে পড়েছেন।
এদিকে ২৫ বছর বয়সী অঙ্কন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে তার নামের পাশে এক হাজার ৯৩৪ রান রয়েছে। তিনটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরিও করেছেন তিনি। চলমান জাতীয় লিগে সিলেট বিভাগের বিপক্ষে ১১৮ রানের দারুণ এক ইনিংস খেলেন ঢাকা বিভাগের এই অধিনায়ক। ফলশ্রুতিতে তাৎক্ষণিকভাবে জাতীয় দলে সুযোগ মিলল।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।