ভুটানে অস্কার ব্রুজন বনাম বসুন্ধরা কিংসের লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পিএম

ছবি: সংগৃহীত
টানা পাঁচটি লিগের শিরোপা জয়সহ বসুন্ধরা কিংসের সাফল্যের নায়ক ছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। কিংসের সঙ্গে সম্পর্ক শেষ করে অস্কার এখন ভারতের ইস্টবেঙ্গলের কোচ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কোচের সঙ্গে কিংসের খেলোয়াড়দের দেখা হয়ে যাচ্ছে।
এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ীরা। থিম্পুতে কিংসের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। আর এই ম্যাচ ঘিরেই আবেগে ভাসছেন তপু-রাকিবরা। কেননা, সাবেক কোচের কৌশলের বিপক্ষে খেলতে হবে তাদের।
এএফসি চ্যালেঞ্জ লিগে ‘এ’ গ্রুপে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল ভুটানের পারো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র এবং লেবাননের নেজমেহ এফসির বিপক্ষে হেরেছে কিংস।
কিংসের নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা এই ম্যাচকে বাঁচামরার লড়াই হিসেবেই দেখছেন। তার ভাষ্যমতে, ‘ম্যাচটা খুব কঠিন। সেই কঠিন ম্যাচেই আমাদের জিততে হবে, পূর্ণ ৩ পয়েন্ট নিতে হবে। আমরা যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চাই, জয় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সামনে।’
গ্রুপ ‘এ’তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নেজমেহ। ইস্টবেঙ্গল ও ভুটানের পারো এফসির পয়েন্ট ১ করে। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি কিংস। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।