শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন বিসিবিপ্রধান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীনই আলোচনায় নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন রটে, অধিনায়কত্বে আর আগ্রহ নেই তার। এমনকি বোর্ডকেও নাকি সেটা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
বোর্ডের এক কর্তার বরাতে গত ২৬ অক্টোবর ক্রিকবাজ জানায়, নেতৃত্ব ছাড়ার ব্যাপারটি বিসিবিকে জানিয়েছেন শান্ত। বোর্ড থেকে তাকে থাকার জন্য বলা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিসিবিপ্রধান ফারুক আহমেদ এ নিয়ে কথা বলেছেন। তার দাবি, শান্তর কাছ থেকে এমন কোনো প্রস্তাব পাননি তিনি।
জানা গেছে, আজ রাতেই চট্টগ্রামে উড়াল দেবেন বোর্ডপ্রধান। সেখানেই বাংলাদেশ কোচ ও অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাপারটি নিয়ে আলোচনায় বসবেন তিনি।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না, আমি জানি না। সোস্যাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যেকোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।
তিনি যোগ করেন, যদি এমন কিছু হয়, তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও আমরা আলোচনা করব। আমিও জানি না এই ব্যাপারে। আমি আপনাদের মতোই শুনেছি। দেখেন যদি না চায়, সরাসরি বলা উচিত আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম। আমি চট্টগ্রামে আজ রাতে যাচ্ছি। কাল ও পরসুর মধ্যে কোচ ও দলের সঙ্গে বসব, এরপর আপনাদের জানাতে পারব।