×

খেলা

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ–নেপালের গোলশূন্য প্রথমার্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পিএম

বাংলাদেশ–নেপালের গোলশূন্য প্রথমার্ধ

নেপাল-বাংলাদেশ ম্যাচ, ছবি: সংগৃহীত

   

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। বেশকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লাল-সবুজেরা। অন্যদিকে আক্রমণ-বল দখলে এগিয়ে থাকলেও প্রত্যাশিত গোলের দেখা পায়নি স্বাগতিকরাও। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষমেশ গোলশূন্য স্কোরলাইন রেখেই বিরতিতে গেছে দু'দল।

বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটেই তহুরার সামনে সুযোগ এসেছিল। তবে সাইড পোস্টে লেগে ফেরত আসে তহুরার শট। এতে অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাঘিনীরা।

ম্যাচের দশম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল নেপাল। তবে আমিশার ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ। 

২৪তম মিনিটে মাসুরার দূর থেকে নেওয়া শট নেপালের গোলরক্ষক আনজিলাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। পাল্টা আক্রমণে রূপনার ভুলের পরও বেঁচে যায় বাংলাদেশ। সাবিত্রা শট নেওয়ার আগেই সেটি ক্লিয়ার করেন লাল-সবুজের ডিফেন্ডার।

এর ২ মিনিট পর নেপালের আমিশা আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক বল নিয়ন্ত্রণে নিতে পারেননি এই ফরোয়ার্ড। রক্ষণে দৃঢ়তা এ যাত্রায়ও রক্ষা পায় বাংলাদেশ।

ম্যাচের ৩৩তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি–কিক পায় বাংলাদেশ। তবে বারের অনেক ওপর দিয়ে চলে যায় মারিয়ার নেওয়া শট। 

৩৫তম মিনিটে নেপালের ভুলে ফের সুযোগ পেয়েছিলেন মনিকা। এবারো পোস্টের ওপর দিয়ে চলে যায় বল।

ম্যাচের ৪১তম মিনিটে কর্নার পেয়েছিল বাংলাদেশ। সাবিনার নেওয়া শটে সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কোন গোল না হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App