লুইস-ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, ছবি: গেটি ইমেজ
বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি ও ওপেনার এভিন লুইসের নৈপুণ্যে জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি-আইনে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। বল হাতে মোতি ৪ উইকেট এবং ব্যাট হাতে লুইস ৬৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
শুক্রবার (১ নভেম্বর) অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। সফরকারীদের টপ-অর্ডারের ৪ ব্যাটারকে বড় ইনিংস খেলতে দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার ম্যাথু ফোর্ড ও জেইডেন সিলেস। ফিল সল্ট ১৮ ও উইল জ্যাকস ১৯ রান করে সিলেসের শিকার হন। এ ছাড়া জর্ডান কক্স ১৭ ও জ্যাকব বেথেল ২৭ রানে ফোর্ডের বলে আউট হন।
পঞ্চম উইকেটে ৮৪ বলে ৭২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের রান দেড়শ পার করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। তবে দলীয় ১৬৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে লিভিংস্টোনকে আউট করে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান মোতি। শেষমেশ ৪৫ দশমিক ১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।
লিভিংস্টোন ৪৮ ও কারান ৩৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ রানে ৪ উইকেট নেন মোতি।
জবাবে ১৫ ওভারে বিনা উইকেটে ৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে বৃষ্টি-আইনে ৩৫ ওভারে ১৫৭ রানের নতুন লক্ষ্য পায় ক্যারিবীয়রা।
ওপেনার ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১৫ বলে ১১৮ রান তুলে দলের জয়ের পথ সহজ করেন লুইস। কিং ৩০ রানে আউট হলেও লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে ৫৫ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৫ চার ও ৮ ছক্কায় ৬৯ বলে ৯৪ রান করেন লুইস। কেসি কার্টি ১৯ ও অধিনায়ক শাই হোপ ৬ রানে অপরাজিত থাকেন।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।