×

খেলা

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বৃষ্টি-আইনে ১৮ রানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। রবিবার (৩ নভেম্বর) সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল দু’দল। ওই ম্যাচে লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। 

হংকংয়ের মিশন রোড মাঠে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৩ বলে ৫৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ২ চার ও ৩ ছক্কায় ১১ বলে ৩১ রান করে আউট হন আব্দুল্লাহ। 

তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রতিপক্ষ বোলারদেও উপর চড়াও হন সাইফউদ্দিন। ১ চার ও ৫ ছক্কায় মাত্র ৯ বলে ৪’শ স্ট্রাইক রেটে অপরাজিত ৩৬ রান করেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে ৫৫ ও ৪২ রানের অনবদ্য দুটি ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন। 

সাইফউদ্দিনের সাথে ৩টি করে চার-ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। দ্বিতীয় উইকেটে জিশান ও সাইফউদ্দিনের ১৩ বলে ৫২ রানের অপরাজিত জুটির উপর ভর করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১১২ রানের টার্গেটে খেলতে নেমে পেসার সাইফউদ্দিনের তোপে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত। 

চাপের মধ্যে থেকেও ইনিংসের তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা।

৩ দশমিক ২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তুলে আরব আমিরাত। এরপর আলোক-স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি-আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সাইফউদ্দিনের ১ দশমিক ২ ওভার বল করে ৭ রানে ২ উইকেট নেন। 

আজ সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App