বগুড়ার স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ১০ নভেম্বর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম

ছবি: সংগৃহীত
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। এ উপলক্ষে শনিবার বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
এবারের টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলা অংশ গ্রহন করবে।
ভেন্যু পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, বাংলাদেশ বয়েজ ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান জিয়াউর রহমান তপু, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদনী চাঁন, বিএনপি নেতা শেখ তাহাউদ্দিন নাইন, মোরশেদ মিল্টন, এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।