×

খেলা

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির হার

ছবি: সংগৃহীত

   

সর্বশেষ গেল আগস্টে লিগস কাপে হেরেছিল ইন্টার মায়ামি। এবার ১০ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেলো মেসির দল। এদিন প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল মায়ামি। তবে বিরতি থেকে ফিরে জোড়া গোল হজম করে তারা। ইনজুরি টাইমে মায়ামির জালে শেষ পেরেক ঠুকে দেয় আটলান্টা।

রবিবার (৩ নভেম্বর) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছে মায়ামি। এদিন পুরো ম্যাচজুড়ে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। মায়ামির গোলটি করেন ডেভিড মার্টিনেজ। অন্যদিকে আটলান্টার হয়ে ডেরিক উইলিয়ামস ও জান্দে সিলভা একটি করে গোল করেন।

ম্যাচের ২২তম মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। ডিয়েগো গোমেজকে বল দিয়ে বক্সে ঢুকে পড়েন আর্জেন্টাইন এই তারকা। তবে ফিরতি পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। 

ম্যাচের ৪০তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে আটলান্টা। ভিড়ের মধ্যে ঠিকমতো বল তালুবন্দি করতে পারেননি গোলরক্ষক ব্রাড গুজান। ফসকে যাওয়া বল থেকে গোল করেন মায়ামির মার্টিনেজ।  

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে সমতায় ফেরে আটলান্টা। হেডে গোল করে দলকে সমতায় ফেরান উইলিয়ামস।

ম্যাচের ৬৯তম মিনিটে আরেকবার গোলবঞ্চিত হন মেসি। এরপর আরো কয়েকটি সুযোগ নষ্ট করে মায়ামি। তবে ইনজুরি টাইমে মায়ামির পরাজয় নিশ্চিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলেকসেই মিরানচুকের অ্যাসিস্টে গোল করেন জান্দে সিলভা।

এদিকে এই পরাজয়ের পরও লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। অন্যদিকে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বাস। এ ছাড়া ৪০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আটলান্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App