×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর

ছবি: সংগৃহীত

   

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। ওই সফরে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অজিরা। এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ২৯ জানুয়ারি থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দুটি টেস্টই গল-এ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচ দিয়ে ২০১১ সালের পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল অজিরা।   

এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ ইনিংস ও ৩৯ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিল লঙ্কানরা।

১২ ম্যাচে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৯ ম্যাচে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট। ১৩ ম্যাচে ৬২ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এখনো ওয়ানডে ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০২২ সালের জুনে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App