সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

ছবি: সংগৃহীত
তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ। হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিলো লাল-সবুজেরা। জমজমাট লড়াইয়েও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি টাইগাররা। এতে দ্বিতীয়বারের মতো লঙ্কানদের কাছে হেরে শেষ হলো বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন।
এর আগে, একই গ্রুপে ছিল দল দুটি। সেবারও শেষ হাসি হেসেছিল শ্রীলঙ্কা। প্রতিশোধ আর ফাইনালের উঠার স্বপ্নে লঙ্কানদের আবারো পেয়েছিল বাংলাদেশ। তবে এবারো পরাজয়কে সঙ্গী করেছে লাল-সবুজেরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১ বলে ৩৮ রান তুলেছিল বাংলাদেশ। ১ চার ও ২ ছক্কায় ৬ রান করে সাজঘরে ফেরেন আব্দুল্লাহ আল মামুন।
অপরপ্রান্তে ঝোড়ো ইনিংস খেলে ১ চার ও ৫ ছক্কা হাঁকিয়ে ১১ বলে ৩৬ রান করে ফেরেন জিসান আলম।
এরপর ক্রিজে নেমে আপ্রাণ লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে গোল্ডেন ডাকের শিকার হন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী।
৬ বলে ১৮ রান করে আবু হায়দার ফিরলে ক্রিজে নেমেই ছক্কা হাঁকান সোহাগ গাজী। তবে পরের বলেই বাউন্ডারি লাইনে ধরা পড়েন।
এরপর সাইফউদ্দিনর একার লড়াইয়ে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান। শেষপর্যন্ত ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
শ্রীলঙ্কার থারিন্দু রত্নায়েকে একাই ৪ উইকেট শিকার করেন।
জবাবে ১০৩ রানকে স্রেফ মামুলি বানিয়ে ফেলে শ্রীলঙ্কার ওপেনিং জুটি। সাদুন উইরাকদি ও ধনাঞ্জয়া লক্ষণের নৈপুণ্যে ওপেনিং জুটিতেই ৫৮ রান তুলে ফেলে লঙ্কানরা।
৬ বলে ২৪ রান করে বিদায় নেন লক্ষণ। আর ১৬ বলে ৫০ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মাঠ ছাড়েন উইরাকডি।
এরপর নিমেশ বিমুক্তির ঠান্ডার মাথার লড়াইয়ে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ফাইনালে এশিয়ার আরেক দল পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কানরা।