×

খেলা

হোয়াইটওয়াশ হওয়ার পর দুঃসংবাদ পেল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

হোয়াইটওয়াশ হওয়ার পর দুঃসংবাদ পেল ভারত

ছবি: সংগৃহীত

   

ভারতের সব অঙ্কই যেন এলোমেলো করে দিলো নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউইদের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে ম্যান ইন ব্লুরা। এতে ২৪ বছর পর নিজেদের দুর্গে রাজকীয় এই ফরম্যাটের সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। 

এদিকে এমন বিপর্যয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিয়েও শঙ্কা জেগেছে। এই সিরিজে হারের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেছে রোহিত শর্মার দল। সেই সুবাদে অস্ট্রেলিয়া শীর্ষে উঠে এসেছে। তিন ও চারে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

অন্যদিকে কদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। ওই সফরে অজিদের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। তাই বড় পরীক্ষায় পড়তে হতে পারে ম্যান ইন ব্লুদের।

টেবিলের ওপরে থাকা অজিরা ১২ টেস্টের মধ্যে ৮টিতে জিতেছে। বিপরীতে ৩ হার ও একটিতে ড্র করেছে তারা। ৯০ পয়েন্ট নিয়ে শতাংশের হিসেবে ৬২ দশমিক ৫০। শতাংশের ওপর নির্ভর করেই শীর্ষে থাকা দুটি দল টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

কিউইদের সঙ্গে সিরিজের আগে ১১ টেস্টের মধ্যে ৮টি জিতেছিল ভারত। এবার তিনটি হারায় পাঁচটিতে হারলো তারা। এ ছাড়া একটি টেস্টে ড্র করেছে তারা। পয়েন্টের শতাংশে অস্ট্রেলিয়ার থেকে কম ভারতের (৫৮ দশমিক ৩৩ শতাংশ)।

তিন থাকা শ্রীলঙ্কা ৯ টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে। তাদের পয়েন্টের শতাংশ ৫৫ দশমিক ৫৬।

অন্যদিকে ভারতকে লজ্জায় ডুবিয়ে ফের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে গেলো নিউজিল্যান্ড। ১১ টেস্টের মধ্যে ছয়টি জিতেছে তারা। আর পাঁচটিতে হেরেছে। ৫৪ দশমিক ৫৫ শতাংশ পয়েন্ট কিউইদের। সবমিলিয়ে ভারতের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে দল দুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App