ইউরোপের কোন ক্লাবের প্রস্তাব পেয়েছেন, জানালেন সাবিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

সাবিনা খাতুন
সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক সাবিনা খাতুনকে খেলার প্রস্তাব দিয়েছে ইউরোপের একটি ক্লাব। ঋতুপর্ণাই প্রস্তাবের বিষয়টি সামনে এনেছিলেন, এবার ক্লাবের নাম ফাঁস করলেন সাবিনা।
জানা গেছে, উত্তর ম্যাসিডোনিয়ান নারী লিগের শীর্ষ ক্লাব ব্রেরা তিভেরিজার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তারা। তবে এখনো কিছুই চূড়ান্ত না।
শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাবিনা বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কারণ, ভিসার জটিলতা থাকতে পারে।’
সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে চারজন খেলোয়াড়ের কথা জানায়, কিন্তু পরবর্তীতে দুইজন খেলোয়াড়ের কথা বলে।’
প্রসঙ্গত, লাল-সবুজের প্রথম নারী ফুটবলার হিসেবে ভিনদেশি ক্লাবে খেলেছেন সাবিনা। ২০১৮ সালে প্রথমবারের মতো ভারতীয় ক্লাব সেথু এফসি ও পরে কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট এফসির জার্সিতে দেখা গিয়েছিল তাকে। এ ছাড়া আরেক ফুটবলার সানজিদাও ভারতের ক্লাবের হয়ে খেলেছেন।