×

খেলা

আইসিসির মাস সেরার লড়াইয়ে যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

আইসিসির মাস সেরার লড়াইয়ে যারা

ছবি: সংগৃহীত

   

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে অক্টোবর মাসসেরা হবার দৌড়ে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাসহ নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও পাকিস্তানের নোমান আলি রয়েছেন। 

গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। 

নারীদের সেরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং ওয়েস্ট ইন্ডিজের দিওয়ান্দ্রা ডোটিন আছেন। 

গত মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন রাবাদা। তার বোলিং নৈপুণ্যে ৭ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। ২০১৪ সালের পর এশিয়ার মাঠে প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দীর্ঘ সাড়ে ৬ বছর পর আইসিসি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেন রাবাদা। 

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন রাবাদা। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি তিনি। তবে পুরো সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন রাবাদা। তাই আইসিসি মাস সেরার দৌড়ে জায়গা করে নেন ২৯ বছর বয়সী রাবাদা।

অক্টোবরে মাত্র একটি টেস্ট খেলেই মাস সেরার দৌড়ে নাম লিখিয়েছেন স্যান্টনার। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৫৭ রানে ১৩ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দেন তিনি।

প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। ওই ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৭ রানও করেন বাঁ-হাতি এই ক্রিকেটার। 

দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার জিতে মাস সেরার তালিকায় আছেন স্যান্টনার। ইনজুরির কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি। এরপরও ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো ভারতের টেস্ট জয়ের স্বাদ পায় কিউইরা।   

দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খানের অসাধারণ বোলিং নৈপুণ্যে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম টেস্টে দলে না থাকলেও সিরিজের শেষ দুই ম্যাচে নোমান ও সাজিদ মিলে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই শিকার করেন। 

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ ও শেষ ম্যাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। চার ইনিংসে ১৩ দশমিক ৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাস সেরা দৌড়ে আছেন বাঁ-হাতি এই স্পিনার। 

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয়, মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App