×

খেলা

দায়িত্ব নিয়ে যা বললেন বাফুফের নতুন সভাপতি তাবিথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

দায়িত্ব নিয়ে যা বললেন বাফুফের নতুন সভাপতি তাবিথ

ছবি: সংগৃহীত

   

গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হন তাবিথ আউয়াল। সেখানে এএফসি অ্যাডওয়ার্ড নাইট ও মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতির বৈঠকে অংশ নেন তিনি। কোরিয়া থেকে ফেরার পথে থাইল্যান্ডে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনা করেন তিনি।

সেখান থেকে ফেরার পর বুধবার (৬ নভেম্বর) প্রথমবার বাফুফে ভবনে আসেন। এ সময়ে স্টাফদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সাফ চ্যাম্পিয়ন নারী দলের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বাফুফেপ্রধান। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানান প্রশ্নের উত্তরও দিয়েছেন।

শুরুতে তাবিথ বলেন, ‘আজকে আমরা বাফুফের সব স্টাফ, শীর্ষ থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিত হয়েছি। নিজেদের মধ্যে দ্রুত একটা মতবিনিময়ও হয়েছে। এরপরই আমরা সম্প্রতি সাফজয়ী নারী দলের ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং আগামী দিনের কিছু পরিকল্পনার কথা বলেছি। তবে অত বেশি কিছু আলোচনা হয়নি। আগামী দিনে আমরা আরো গুরুত্ব দিয়ে বসবো, নির্বাহী কমিটি ও সাব-কমিটিগুলোসহ। আজ একটা সোশ্যাল গ্যাদারিং হয়েছে সবার মধ্যে।’

সাফজয়ী দলকে নিয়ে তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নারী ফুটবলারদের অবশ্যই কিছু না কিছু প্রাপ্য। তাদের প্রাপ্য ও সাফল্য নিয়ে নির্বাহী কমিটিতে অনুমোদন করে আমরা কিছু করবো। এখন কোনো সিদ্ধান্ত হয়নি, যা হওয়ার হবে নির্বাহী কমিটির সভায়। কমিটি অনুমোদন দিলে আপনাদের জানাবো।’

বাফুফে ভবনকে নিজের বাসার সঙ্গে তুলনা করে তাবিথ জানান, ‘বাফুফে ভবনে এসে নিশ্চয় খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার বাসায় ফিরে এসেছি। ফিরেছি এমন একটা সময়, যখন একটা চ্যাম্পিয়ন দলের কাছে আসতে পেরেছি, সেটা নিশ্চয় আমাকে গর্বিত করছে। একইসঙ্গে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কারণ, এরকম একটা স্ট্যান্ডার্ডে যখন নতুন কমিটি দায়িত্ব নিয়েছি। আশা করবো, ৪ বছর পর এই স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো অবস্থানে আমরা যাবো, খেলোয়াড়ররাও আরো উন্নতি করবে।’

নতুন সভাপতি যোগ করেন, ‘আমরা আগামী ৪ বছর ফুটবলটা এগিয়ে নিতে চাই কারও একজনের ওপর নির্ভরশীল না হয়ে। কেউ অসুস্থ থাকতে পারে, কেউ সফরে থাকতে পারে। অন্য কেউ তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবে, কাজ এগিয়ে নিবে। সেটা স্টাফদের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনই আমাদের নির্বাহী কমিটিরও। সভাপতি না থাকলে সিনিয়র সহ-সভাপতি থাকবেন। সিনিয়র সহ-সভাপতি না থাকলে সহ-সভাপতিরা আছেন। এ ছাড়া নির্বাহী সদস্যদেরও কোনো না কোনো সময় দায়িত্ব নিতে হবে। এভাবেই আমরা দল হয়ে কমিটিটা চালাবো। সিদ্ধান্ত নিতে বা কাজের ক্ষেত্রে কোন বাধা থাকবে না।’

এ সময়ে সাফজয়ীদের বোনাসের বিষয়টিও টেনে আনেন তিনি। তবে তা ৯ নভেম্বর বোর্ড সভা শেষে পরিষ্কার হবে বলে জানান তাবিথ। তার ভাষ্যমতে, ‘আমি পরিষ্কার করে জানাতে চাই বাফুফের পক্ষ থেকে ৯ নভেম্বর একটা ঘোষণা আসবে। এ ছাড়া তার সঙ্গে আমরা জানতে পেরেছি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নারী দলকে সংবর্ধনা ও উপহার দিতে চায়। বাফুফের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, একটা আয়োজন করা হবে, নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে যাতে আর্থিক স্বচ্ছতার বিষয়টা নিশ্চিত করা যায়।’

স্টাফদের সঙ্গে সভা নিয়ে তাবিথ জানান, ‘মূলত আমরা বলেছি ভেতরকার কোনো কথা যাতে বাইরে না যায়। ভেতরের কথা আমি শেয়ার করতে পারছি না, ভবিষ্যতেও করবো না, ফিফা ও এএফসির এথিকাল স্ট্যান্ডার্ড, ভ্যালু, মোরাল স্ট্যান্ডার্ড এবং লিগ-ব্রিচ কোথায় হতে পারে, আমাদের প্রতিশ্রুতি থাকবে, যাতে আমরা স্ট্যান্ডার্ডের নিচে না নামি কিংবা কোনও লিগাল ব্রিচে না পড়ি। একটা বা দুটা ইস্যুতে আলাদা করে বলতে চাই না। সামগ্রিকভাবেই নিয়মের কোনো ব্যত্যয় হতে দিতে চাই না।’

বাফুফেতে সংস্কার নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা বর্তমান ২০ জন সবাই সামনের দিকে দৃষ্টি দেওয়ার মতো মানুষ। পেছনে একেবারেই তাকাচ্ছি না। আমি আপনার এটা প্রশ্ন হিসেবে নিলাম না, পরামর্শ হিসেবে নিলাম। আমাদের সামনের দিনে অনেক কাজ করার আছে। এর মধ্যে আভ্যন্তরীন অনেক মেরামতের ব্যাপার আছে। বাইরেও মেরামতের বিষয় আছে। ফিজিক্যাল সংস্কার যেমন করতে হবে, ইন্টারনাল সংস্কারও আমাদের করতে হবে। এসব লক্ষ্য-উদ্দেশ্য সামনে নিয়ে আমরা ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভা করবো। সেদিন আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

বাফুফে সভাপতির ভাষ্য, ‘আমার সহযাত্রীদের ব্যাপারে এখনো ডেলিগেটের ভোটে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদের ব্যাপারে এখনই কোন মন্তব্য করার যোগ্যতা আমার নেই। বরং তাদের প্রশ্ন করা উচিত, তারা আমাকে নিয়ে সন্তুষ্ট কি না, আমি নের্তৃত্বের জন্য যোগ্য কি না। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, ফেডারেশনের বাইরে আমার চেয়ে অনেক খ্যাতিমান খেলোয়াড় আছেন, আমার চেয়ে অনেক যোগ্য সংগঠক আছেন। আমার চেয়ে অনেক বড় ব্যবসায়ী আছেন এবং আমার চেয়ে অনেক বড় কর্পোরেট প্রতিনিধি আছেন। আমি নিজেকে গ্রেটফুল মনে করি তাদের প্রতি; কারণ, তারা আমাদের নের্তৃত্বের জায়গাটা দিতে রাজি হয়েছেন। মন্তব্য বা সিদ্ধান্ত দেবেন আমার ব্যাপারে। আরা ওনাদের ডেলিগেটরা নির্বাচিত করে এনেছেন। এখন বাকি দিনগুলো মিলেমিশে আমাদের সবাইকে নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App