বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

আয়ারল্যান্ড দল, ছবি: সংগৃহীত
চলতি নভেম্বরেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
এই দলে নেতৃত্বে আছেন গ্যাবি লুইস। পুর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটাই প্রথম সফর তার।
এদিকে ক'দিন আগেই আইরিশদের বিপক্ষে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। তবে সবগুলো ম্যাচই দিনের আলোতে রাখা হয়েছে।
ওয়ানডে দিয়ে নারীদের এই হোম সিরিজ শুরু হবে। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই সকাল ১০টায় শুরু হবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ নভেম্বর। আর ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর হবে বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে।
ওয়ানডে সিরিজ শেষে সিলেটে উড়াল দেবে দল দুটি। সেখানে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজটি ৫ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর হবে। তিনটি ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।
আয়ারল্যান্ড নারী স্কোয়াড: গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।