সাকিব প্রসঙ্গে যা বললেন নাসুম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

সাকিব আল হাসান ও নাসুম আহমেদ, ছবি: সংগৃহীত
পরাজয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানে হারায় আফগানরা। শারজাহতে অল্প পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে বড় জয় পায় স্বাগতিক দল। যেখানে সবচেয়ে বড় অবদান আল্লাহ মোহাম্মদ ঘাজনফারের। ৬ উইকেট শিকার করে লাল-সবুজ শিবিরকে একাই ধসিয়ে দেন এই স্পিনার।
এদিকে ভিসা সংক্রান্ত জটিলতায় টাইগারদের স্কোয়াডে থাকা সব ক্রিকেটার এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। বাধ্য হয়ে দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছিল সফরকারীরা।
মূলত ভিসা জটিলতায় পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারেননি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ভিসা জটিলতা কাটিয়ে আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা।
ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাকিব আল হাসানের প্রসঙ্গে গণমাধ্যমকে নাসুম বলেন, ওনাকে (সাকিব) তো সবসময় মিস করা হয়, ওনার (সাকিব) অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
দীর্ঘ বিরতির পর দলে ফিরছেন নাসুম। তাই লাল-সবুজের জার্সিতে আবারো নিজেকে মেলে ধরতে চান এই স্পিনার। এজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।