×

খেলা

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ ক্যারিবিয়ান পেসার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ ক্যারিবিয়ান পেসার

আলজারি জোসেফ

   

অধিনায়কের সঙ্গে মতের অমিল হওয়ায় ম্যাচ চলাকালীন মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির কোচ ড্যারেন স্যামি। এবার ক্যারিবিয়ান এই পেসারকে শাস্তিও পেতে হচ্ছে। এমন আচরণে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি।

ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেছিলেন জোসেফ। এখানেই ঘটনার সূত্রপাত। অধিনায়ক শাই হোপ ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন। পরে জোসেফের বলে দারুণ এক শট খেলেন ব্যাটার জর্ডান কক্স। এ সময় রাগ প্রকাশ করেন এই পেসার। বোঝাই যাচ্ছিল, অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন তিনি।

সেই ওভারে কক্সকেও আউট করেন জোসেফ। কিন্তু ওভার শেষে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ডাগআউটে চলে যান এই পেসার। যদিও বেরিয়ে যাওয়ার আগে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেন কোচ ড্যারেন সামি।

এমন আচরণে জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এ প্রসঙ্গে ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’

নিজের এমন আচরণের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনা-বোধের ছোট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App