ফের্নান্দেস-গার্নাচোর নৈপুণ্যে জিতলো ইউনাইটেড

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আড়াইশতম ম্যাচ খেলার উপলক্ষ্য আলো ঝলমলে পারফরম্যান্সে রাঙালেন ব্রুনো ফের্নান্দেস। গোল করলেন ও করালেন তিনি। চমৎকার একটি গোল করলেন আলেহান্দ্রো গার্নাচোও। ঘরের মাঠে লেস্টার সিটিকে উড়িয়ে দিল প্রিমিয়ার লিগের সফলতম দলটি। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার প্রায় ৭৪ হাজার দর্শকের সামনে লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড।
প্রথমার্ধে ফের্নান্দেস দলকে এগিয়ে নেয়ার পর আত্মঘাতী গোল করেন লেস্টারের ভিক্তর ক্রিস্তিয়ানসেন। বিরতির পর জালের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো। এরিক টেন হাগকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচের সবগুলোতে অপরাজিত (৩ জয় ও এক ড্র) রইল ইউনাইটেড। ক্লাবের সাবেক এই স্ট্রাইকারের দায়িত্বে শেষ ম্যাচ ছিল এটিই।
সোমবার (১১ নভেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখবেন নতুন কোচ হুবেন আমুরি।
সপ্তদশ মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় ইউনাইটেড। বুদ্ধিদীপ্ত ব্যাকহিল ফ্লিকে পাস দেন আমাদ দিয়ালো। বল ধরে একটু সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক ফের্নান্দেস। ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচে পর্তুগিজ মিডফিল্ডারের চতুর্থ গোল এটি।
লেস্টারের কয়েকটি প্রচেষ্টা গোলরক্ষক আন্দ্রে ওনানা ব্যর্থ করে দেয়ার পর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ইউনাইটেডের। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেডের চেষ্টায় বল ফের্নান্দেসের ঊরুতে পড়ে লেস্টার ডিফেন্ডার ক্রিস্তিয়ানসেনের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের শেষ কিকে ব্যবধান বাড়তে পারত আরও। বক্সে ঢুকে দিয়ালোর নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের আক্রমণের ধার কমে যায় কিছুটা। তাদের রক্ষণে বারবার ভীতি ছড়ায় লেস্টার। ৬৮তম মিনিটে জর্ডান আইয়ুর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ওনানা। ৮২তম মিনিটে ইউনাইটেডের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন গার্নাচো।
এই গোলেও জড়িয়ে আছে ফের্নান্দেসের নাম। তার পাসে বক্সের বাইরে থেকে দারুণ শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী গার্নাচো। ১১ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে লেস্টার। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তাদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে গত চার আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।