ভালো শুরুর পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে ‘অলিখিত ফাইনালে’ উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। সৌম্য ম্যাজিকের সঙ্গে তানজিদের দায়িত্বশীল গোড়াপত্তনে বড় স্কোরের স্বপ্ন দেখছিলেন টাইগার ভক্তরা। ৮ দশমিক ২ ওভারে স্কোরবোর্ডে ৫৩ রান জমা করেন এই দুই ওপেনার। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট খুইয়ে ফেলে সফরকারীরা। ৪ বলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হবার আগেই সাজঘরে ফেরেন সৌম্য-তামিম। এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই জাকির ও হৃদয়ের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। ৭ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। ক্রিজে তার নতুন সঙ্গী মাহমুদউল্লাহ।
সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোড়াপত্তনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্য আক্রমণাত্মক খেললেও দেখেশুনেই স্কোরশিট সচল রেখেছিলেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে ৮ দশমিক ২ ওভারেই দলীয় ৫০ পার করেন এই দুই ওপেনার। তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ২৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর আরেক ওপেনার তামিমও সাজঘরের পথ ধরেন। নবির বলে শাহীদীর হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ১৯ রান করে ফেরেন দু'বার জীবন পাওয়া এই ওপেনার।
তিনে নেমে জাকির হাসানও দেখেশুনেই খেলছিলেন। তবে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বেশিক্ষণও ক্রিজে থাকতে পারেননি শান্তর জায়গায় সুযোগ পাওয়া টপ-অর্ডার এই ব্যাটার। রান-আউট হয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন জাকির।
৫ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে চারে নেমে তাওহীদ হৃদয়ও আস্থার প্রতিদান দিতে পারেননি। রশিদ খানের বলে স্লিপে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।