×

খেলা

মাহমুদউল্লাহর বীরোচিত ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

মাহমুদউল্লাহর বীরোচিত ইনিংসে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

   

৭২ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। পঞ্চম উইকেটে ১৪৫ রানের জুটি গড়েন তারা। ধীরগতির হাফ-সেঞ্চুরির পর মিরাজ ফিরলেও উইকেটে টিকে ছিলেন রিয়াদ। শেষমেশ রিয়াদের বীরোচিত ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। দলের হয়ে ৯৮ বলে সর্বোচ্চ ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের হয়ে গোড়াপত্তনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্য আক্রমণাত্মক খেললেও দেখেশুনেই স্কোরশিট সচল রেখেছিলেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে ৮ দশমিক ২ ওভারেই দলীয় ৫০ পার করেন এই দুই ওপেনার। তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ২৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর আরেক ওপেনার তামিমও সাজঘরের পথ ধরেন। নবির বলে শাহীদীর হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ১৯ রান করে ফেরেন দু'বার জীবন পাওয়া এই ওপেনার।

তিনে নেমে জাকির হাসানও দেখেশুনেই খেলছিলেন। তবে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বেশিক্ষণও ক্রিজে থাকতে পারেননি শান্তর জায়গায় সুযোগ পাওয়া টপ-অর্ডার এই ব্যাটার। রান-আউট হয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন জাকির।

৫ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে চারে নেমে তাওহীদ হৃদয়ও আস্থার প্রতিদান দিতে পারেননি। রশিদ খানের বলে স্লিপে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।

পঞ্চম উইকেটে মিরাজকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলে নেন রিয়াদ। বিপর্যয় সামলে ৬৩ বলে নিজের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। এতে ৭ ইনিংস পর ফিফটি পান অভিজ্ঞ এই ক্রিকেটার। আর তিন সংস্করণ মিলিয়ে ১৪ ইনিংস পর অর্ধশতক।

এরপর মিরাজও ফিফটির দেখা পেয়ে যান। নবির করা ৪১তম ওভারের পঞ্চম ডেলিভারিতে এক রান নিয়ে ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি ছুঁয়ে ফেলেন মিরাজ। ১০৬ বলে মাত্র ৪৭ দশমিক ১৬ স্ট্রাইক রেটে ফিফটি করেন বাংলাদেশের এই অধিনায়ক। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ানডেতে লাল-সবুজের পঞ্চম অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি পাওয়া এই অলরাউন্ডার। তার বিদায়ে রিয়াদের সঙ্গে রেকর্ড ১৪৫ রানের জুটিও ভাঙে।

এরপর জাকের আলিও সুবিধা করতে পারেননি। ওমরজাইয়ের করা ৪৮তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ১ রানে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। 

সতীর্থদের বিদায়ে একপ্রান্ত রেখেছিলেন রিয়াদ। তবে ক্যারিয়ারের পঞ্চম শতকের বেশ কাছে গিয়েও আক্ষেপে পুরেন মাহমুদউল্লাহ। ইনিংসের শেষ বলে ৯৮ রানে ফেরেন অভিজ্ঞ এই ক্রিকেটার। শেষমেশ ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সিরিজ জিততে আফগানিস্তানকে ২৪৫ রান করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App