×

খেলা

সাকিবের রেকর্ড কেড়ে আইসিসির মাসসেরা নোমান আলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

সাকিবের রেকর্ড কেড়ে আইসিসির মাসসেরা নোমান আলী

ছবি: সংগৃহীত

   

নোমান আলী-নামটা একপ্রকার ভুলতেই বসেছিল বিশ্ব ক্রিকেট। প্রায় ১৫ মাস জাতীয় দলের বাইরে ছিলেন এই স্পিনার। কিন্তু গেল অক্টোবরেই পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকদের তাকে মনে পড়েছিল। টেস্টে ফেরার পর সাজিদ খানকে নিয়ে স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডকে ধরাশয়ী করে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন বাঁ-হাতি এই স্পিনার।

সেই পারফরম্যান্সের সুবাদেই আইসিসি অক্টোবর মাসসেরার খেতাব জিতেছেন পাকিস্তানি এই বোলার। বাবর আজম, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের পর পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন নোমান।

দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খানের অসাধারণ বোলিং নৈপুণ্যে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তিন ম্যাচ টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। প্রথম টেস্টে দলে না থাকলেও সিরিজের শেষ দুই ম্যাচে নোমান ও সাজিদ মিলে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই শিকার করেন। 

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রান খরচায় ১১ ও শেষ ম্যাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। ৪ ইনিংসে ১৩ দশমিক ৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাসসেরার দৌড়ে ছিলেন বাঁ-হাতি এই স্পিনার।

নোমাল আলীর উদযাপন, ছবি: গেটি ইমেজ

এদিকে মুলতান ও পিন্ডিতে ২০ উইকেট নেওয়া নোমান একটি রেকর্ডও গড়েছেন। সবচেয়ে বেশি বয়সে আইসিসি মাসসেরার স্বীকৃতি পেলেন নোমান। এর আগে, সবচেয়ে বেশি বয়সে মাসসেরা পুরুষ খেলোয়াড় হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৩ সালের মার্চে ৩৬ বছর বয়সে মাসসেরা হয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

অক্টোবর মাসসেরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলেন নোমান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রাবাদা এবং ভারত সফরের পারফরম্যান্স দিয়ে স্যান্টনার এই তালিকায় জায়গা পেয়েছিলেন।

অন্যদিকে নারীদের মাসসেরার স্বীকৃতি পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যামেলিয়া কার। বিশ্বমঞ্চে ৯০ স্ট্রাইকরেটে ১৩৫ রানের পাশাপাশি ১৫ উইকেট নেন এই অলরাউন্ডার। 

এর আগে, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন কিউই এই অলরাউন্ডার। মাসসেরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিনকে পেছনে ফেলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এই স্বীকৃতি পাওয়া অ্যামেলিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App