×

খেলা

মালদ্বীপের বিপক্ষে তপুদের একমাত্র টার্গেট জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:০১ এএম

মালদ্বীপের বিপক্ষে তপুদের একমাত্র টার্গেট জয়

ছবি: সংগৃহীত

   

মালদ্বীপের বিপক্ষে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল ম্যাচকে সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলন করে দুদল। তার মাঝে হয় প্রি-ম্যাচ কনফারেন্স। সেখানে কোচ হ্যাভিয়ের কাবরেরা ও ডিফেন্ডার তপু বর্মন ম্যাচকে ঘিরে ভালো কিছুর প্রত্যাশার কথা জানান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে অনূর্ধ্ব-২০ দলও জিতে নেয় সাফের শিরোপা। সাফ না হলেও সামনে এখন সুযোগ ছেলেদের, নিজেদের প্রমাণ করার। গতকাল দুদলকেই অভিনন্দন জানিয়ে সে কথাই জানিয়েছেন তপু বর্মণ। তিনি বলেন, ‘আমি মনে করি, বাকিরা দেশের জন্য যেমন সুনাম বয়ে আনছে, আমাদের কাছেও মালদ্বীপের বিপক্ষে ম্যাচে নিজেদের প্রমাণ করার। তাদের বিরুদ্ধে জিততেই হবে। আমরা জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবছি না। এবারের মৌসুমের শেষ দুই ম্যাচে আমরা মাঠে নামছি। শেষ দুই ম্যাচে তাই আমরা জিততে চাই। কেননা শেষ ভালো যার, সব ভালো তার।’ 

এদিকে ম্যাচকে সামনে রেখে হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগে সবাই উত্তেজিত এবং প্রস্তুত। দলের ভেতরেও অবস্থা পজেটিভ। আমরা তাদের শক্তিমত্তা নিয়ে সতর্ক কিন্তু তাদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসীও বটে। আমারা যেভাবে প্রস্তুতি নিয়েছি, যদি তা মাঠে ঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে মনে হয় না আমাদের জিততে বেগ পেতে হবে। আমরা দুটি প্রস্ততি ম্যাচ খেলেছি। দুটোতেই পজিটিভ ফলাফল এসেছে, যা দলকে উদ্বুদ্ধ করছে। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’

এদিকে বেশ কয়েক ম্যাচ ধরেই বাংলাদেশের দুর্বলতার জায়গা ফিনিশিং। গোলের অনেক সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডে এসে বল হারানো কিংবা গোল মিসের কারণে জয়বঞ্চিত হয়েছে দল। এই ব্যাপারে গতকাল তপু সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করেছি। আমাদের আরো বেশি গোল করার দিকে মনোযোগ দিতে হবে। আমরা মাঠে বেশ কিছু সুযোগ সৃষ্টি করি। সেগুলোকে গোলে কনভার্ট করতে হবে। ফিনিশিং ভালো হয়েছে আগের তুলনায়। মাঠেই তার প্রমাণ মিলবে।’ 

এদিকে মালদ্বীপের বিপক্ষে পরিকল্পনার কথা জানাতে গিয়ে তপু বলেন, ‘আমরা তাদের ম্যাচ এনালাইস করেছি, আমাদের বিপক্ষে ও অন্যান্য দলের বিপক্ষে। আমরা আমাদের আক্রমণী ফুটবলার খেলার ছকের ব্যাপারে আশাবাদী। সবকিছু ঠিক থাকলে, আমরা যা প্রস্ততি নিচ্ছি সেটা মাঠে করে দেখাতে পারলে জয় আমাদেরই হবে।’ অন্যদিকে মালদ্বীপের প্রধান কোচ অবশ্য বড় প্রত্যাশার কথা না জানালেও নিজেদের প্রস্তুতির ঘাটতির কথা অকপটে শিকার করেন। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মাঠের লড়াইয়ে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের বিপক্ষে জয়ের কথা বললেও সাম্প্রতিক সময়ে ফর্মের কথা টেনে এনে কেবল ভালো ফুটবল ম্যাচের প্রত্যাশা করেন তিনি।

আজকের ম্যাচের পর আগামী ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জামালদের মালদ্বীপের সাম্প্রতিক সময়ে ফর্ম ভালো কিছুরই আভাস দিচ্ছে। গত বছর মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের চেয়ে ২২ ধাপ এগিয়ে রয়েছে তারা। লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান অবস্থান ১৮৫ এবং মালদ্বীপের ১৬৩। তবে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গত বছর এএফসি অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করার পর বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায় বাংলাদেশ। 

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তারা। এর আগে মালদ্বীপের মাঠে প্রীতি ম্যাচে অবশ্য ২-০ গোলে পরাজিত হয় তারা। এরপরও সমীকরণ কথা বলছে বাংলাদেশের পক্ষেই। বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বাফুফে। ভিআইপি টিকেটের মূল্য ৮০০ টাকা এবং গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। টিকেট পাওয়া যাবে সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক বসুন্ধরা শাখায়। ম্যাচ দুটি সামনে রেখে ১ নভেম্বর থেকে অনুশীলন করছে বাংলাদেশ। ফলাফলে দুদলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে বাংলাদেশ দল। তাই প্রস্তুতি নিয়ে কোনো কমতি আছে বলার সুযোগ নেই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App