×

খেলা

মালদ্বীপের কাছে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

মালদ্বীপের কাছে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধ মোটেই সুখকর হলো না বাংলাদেশের। সফরকারীদের সঙ্গে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বুধবার (১৩ নভেম্বর) কিংস অ্যারেনায় শুরু থেকেই লাগাম নিজেদের কাছে রেখেছিল বাংলাদেশ। ধারাবাহিকভাবে আক্রমণও হচ্ছিল। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পায়নি লাল-সবুজেরা। কখনো বারে কিংবা ক্রসবারের ওপর দিয়ে গেছে বল। আবার কখনো রক্ষণের দৃঢ়তায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচের ১৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রী কিক পেয়েছিল মালদ্বীপ। সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যায় সফরকারীরা। হামজার ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান আলি ফাসির। গোলপোস্টে থাকা মিতুলের অবশ্য কিছুই করার ছিল না।

প্রতি আক্রমণ থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিক দল। ফাহিমের ক্রস রাকিব পর্যন্ত পৌঁছানোর আগেই গোলকিপারের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় মালদ্বীপ। কিছু সময় পর সেটপিস থেকে সোহেল রানার জোড়ালো শটও বক্সের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ২৯তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। লেফট উইংয়ে দুর্দান্ত ক্রস দেন রহমত, কিন্তু ভাসানো সেই শট ফাহিমের আয়ত্তের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

এক মিনিট পর গোলকিপার মিতুল মারমার ভুলে গোল হজম করতে বসেছিল স্বাগতিকরা। তবে শেষমেশ তা হয়নি।

৩৪তম মিনিটে আবারো গোল মিস করে বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের শরীরের লেগে বাইরে চলে যায় রাকিবের নেওয়া শট।

বিরতির এক মিনিট আগেও গোলবঞ্চিত হয় স্বাগতিক দল। কর্ণার থেকে ফাঁকায় বল পেয়েছিলেন সোহেল। কিন্তু বারে লেগে ফেরত আসে তার জোড়ালো শট। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App