×

খেলা

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

ছবি: সংগৃহীত

   

দেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত ৫ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি এই দাবাড়ু। জিয়াকে হারিয়ে যেন অথৈ সাগরে পড়েন একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য। ক্রীড়াঙ্গনের অনেকে নানান আশ্বাস দিলেও বাস্তবে এমন কিছুরই দেখা মেলেনি। এরই মধ্যে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

জিয়ার পরিবারের সহায়তায় পাঁচ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যেকোনো সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। গণমাধ্যমে জিয়ার স্ত্রী লাবণ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

লাবণ্য বলেন, ‘তামিম আমাকে বলল যেকোনো সমস্যায় উনার সঙ্গে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।’

জিয়ার স্ত্রী আরো বলেন, ‘উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা এবং খেলাটা একসঙ্গে চালিয়ে যেতে পারে। তামিম (ভাই) অনেক ভালো মানুষ, আমার খুবই ভালো লেগেছে।’

এদিকে তামিমের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কৃতি এই দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছে। 

এ প্রসঙ্গে জিয়ার স্ত্রী লাবণ্যর ভাষ্য, ‘সিইও (বিসিবি) সুজন (ভাই) বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে, সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে, এজন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন (ভাই)।’

উল্লেখ্য, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছেন তাহসিন। জিয়ার স্বপ্ন ছিল, তার ছেলে একদিন সুপার গ্র্যান্ডমাস্টার হবে। কিন্তু আচমকা জিয়ার মৃত্যুর পর, সেই স্বপ্ন যেন থমকে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App