×

খেলা

‘নিষিদ্ধ’ মেসির জার্সি থাকবেই: স্কালোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

‘নিষিদ্ধ’ মেসির জার্সি থাকবেই: স্কালোনি

ছবি: সংগৃহীত

   

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের আগে আলোচনায় ‘জার্সি নিষেধাজ্ঞা’। ঘরের মাঠে গ্যালারিতে আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সিতে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, নিষিদ্ধ করলেও প্যারাগুয়ের গ্যালারিতে লিওনেল মেসির জার্সি দেখা যাবে।

স্কালোনির ভাষ্যমতে, যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী।

স্কালোনি যোগ করেন, অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই। এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।

এস্তাদিও দেফেনসোরেস দেল চাকোতে শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে স্বাগতিক প্যারাগুয়ে। এই ম্যাচ দিয়েই দলে ফিরছেন আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। গেল জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। এরপর এবারই প্রথমবার আর্জেন্টিনার হয়ে খেলতে নামবেন তিনি।

এই ম্যাচে জয় পেলে ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিত আলবিসেলেস্তেদের হবে। অন্যদিকে জিতলে স্বাগতিকরাও বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে যাবে।

কয়েকদিন আগেই স্থানীয় দর্শকদের আর্জেন্টিনা ও মেসির জার্সি পরে না আসতে অনুরোধ জানান, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফের্নান্দো ভিয়াসবোয়া। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো জার্সি পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

লাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে প্যারাগুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App