×

খেলা

ভেনেজুয়েলার বিপক্ষে একাদশ আগেই জানিয়ে দিলেন ব্রাজিল কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

ভেনেজুয়েলার বিপক্ষে একাদশ আগেই জানিয়ে দিলেন ব্রাজিল কোচ

ছবি: সংগৃহীত

   

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সবশেষ ম্যাচ ছিল পেরুর বিপক্ষে। গত মাসে ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল সেলেসাওরা। ওই দিনের শুরুর একাদশে কেবল একটি পরিবর্তন এনে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। চোটে ছিটকে যাওয়া উইঙ্গার রদ্রিগোর জায়গায় ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার মাঠে খেলতে নামবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ৫ জয়, ১ ড্র ও ৪ হারে তাদের অর্জন ১৬ পয়েন্ট।

সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। তাদের মোকাবিলার আগের দিন শুরুর একাদশ জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস প্রত্যাশিতভাবেই ফিরেছেন। গত মাসে তিনি ভুগেছিলেন ঘাড়ের সমস্যায়। সেই চোটের কারণে বাছাইপর্বে চিলি ও পেরুর বিপক্ষে খেলতে পারেননি।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত ৯ নভেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে চোট পান ভিনিসিয়ুসের ক্লাব সতীর্থ রদ্রিগো। বাম পায়ের পেশিতে আঘাত পেয়ে ম্যাচের ২০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। যে কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

রদ্রিগোর ইনজুরি গুরুতর না হলেও একই ম্যাচে মারাত্মক চোট পান রিয়াল ডিফেন্ডার এদার মিলিতাও। ডান হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ায় তাকে প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে। গত বছরের আগস্টেও তিনি একই ধরনের চোট পেয়েছিলেন। সেবার ছিল বাম হাঁটুতে। ৭ মাসের বেশি সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।

বড্ড বাজে শুরুর পর বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্রাজিল। উন্নতির এই ধারা বজায় রাখতে চান দরিভাল। তিনি বলেন, গত ২ ম্যাচ যেমন খেলেছি, তেমন যদি খেলতে পারি, তাহলে মোমেন্টাম ধরে রাখা যাবে। আমরা উন্নতির যে ধারা দেখিয়েছি, সেটা ধরে রাখতে চাই।

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ:

এদারসন, ভ্যান্দারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, আবনের, ব্রুনো গিমারেস, গেরসন, স্যাভিনিয়ো, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগর জেসুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App