১০ জনের ভেনেজুয়েলার সঙ্গেও জিততে পারল না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৯ এএম

ছবি: সংগৃহীত
ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমার্ধে আশা জাগালেও, শেষমেশ ১-১ সমতা নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। পেনাল্টিও মিলেছিল, কিন্তু গোল করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ইনজুরি টাইমসহ শেষ ১০ মিনিটে ১০ জনের ভেনেজুয়েলাকে পেয়েছিল সেলেসাওরা। এরপরও প্রত্যাশিত জয়ের দেখা পায়নি দরিভাল জুনিয়রের দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থরা আক্রমণে গিয়ে বারবারই হতাশ করেন।
ম্যাচের নবম মিনিটে ওয়ান অন ওয়ান পজিশনে বক্সে ভালো সুযোগ পেলেও শট নিতে পারেননি ভিনি। গোলরক্ষকের বাধার মুখে রাফিনিয়াকে দিলে বল বারের উপর উড়িয়ে মারেন তিনি।
ম্যাচের ২২তম মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় সহজ সুযোগ বঞ্চিত হন ভিনিসিয়ুস। বক্সে সতীর্থের পাসে পা বাড়িয়েছিলেন। তবে বারে লেগে ফেরত আসে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের শট।
পাঁচ মিনিট পর ভুল পাসে বিপদ প্রায় ডেকে এনে ছিলেন এডারসন। তবে এই যাত্রায় বেচে যায় সেলেসাওরা।
৪০তম মিনিটে বক্সে দারুণ সুযোগ মিস করেন স্যাভিনিও। আক্রমণ-পাল্টা আক্রমণে ৪৩তম মিনিটে প্রত্যাশিত গোলের দেখা পায় ব্রাজিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার বাঁকানো শট পোস্টে লেগে জালে জড়ায়। ঝাঁপিয়েও নাগাল পাননি রোমো।
তবে ব্রাজিলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পরই সমতায় ফেরে স্বাগতিকরা। তেলাসকো সেগোভিয়ার বুলেট গতির শটে পরাস্ত হন এডারসন।
৫৯তম মিনিটে পেনাল্টি পেয়েছিল সেলেসাওরা। তবে দলকে হতাশায় ডুবান ভিনি। স্পটকিকে ব্যর্থ হওয়ার পর ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।
শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়েছিল ব্রাজিল। ইনজুরি টাইমে ভিনিসিয়ুস ও এস্তেভাওয়ের দুটি চেষ্টা রুখে দেয় ভেনেজুয়েলার রক্ষণ। তবে এর আগেই অবশ্য ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। ৮৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস। মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস।
১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাই টেবিলে তৃতীয় ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট। এ ছাড়া ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। আগামী বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।