×

খেলা

ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, যা ঘটেছিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, যা ঘটেছিল

ছবি: সংগৃহীত

   

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই প্যারাগুয়ের ওমর আলদেরেতে জয়সূচক গোলটি করেন। যদিও জোড়া হলুদ কার্ড দেখে ম্যাচের প্রথমার্ধেই প্যারাগুয়ের এই তারকার বিদায় নেয়ার কথা ছিল। কিন্তু তার ফাউলের বিষয়গুলো অজানা কারণে এড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান রেফারি আন্দারসন দারঙ্কো। এমনটাই অভিযোগ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তাই রেফারিকে আঙুল উঁচিয়ে শাসানোর ঢংয়ে মাঠেই প্রতিবাদ জানান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের ৩৩তম মিনিটে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে অতীত থেকে শিক্ষা নেননি তিনি। ঠিক ৪ মিনিট পর আবারো ফাউল। এবার শিকার লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার ফুটবলারদের জোরালো দাবির পরও আলদেরেতেকে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি। বিষয়টি মেসির কাছে মোটেই ভালো লাগেনি। এতে মাঠেই রাগ ঝেড়েছেন।

ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কোচ লিওনেল স্কালোনি। রেফারিংয়ের মান নিয়ে তার ভাষ্য, ‘অনেককিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার। হারের পরও ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আর্জেন্টিনা। ১০ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা কলম্বিয়ার সামনে সুযোগ আছে পয়েন্টের দিক থেকে তাদের পাশে বসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App