স্যামসন-তিলকের ঝড়ের দিনে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৪০ এএম

ছবি: সংগৃহীত
সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়েছে ভারত। জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ২৮৩ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১২০ রান করেন তিলক। এ ছাড়া স্যামসনও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। জবাবে ১৮ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে বেশ কিছু রেকর্ডও হয়েছে।
- স্যামসন ১০৯* ও তিলক ১২০*—আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরির কীর্তি এবারই প্রথম।
১
স্যামসন ১০৯* ও তিলক ১২০*—আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরির কীর্তি এবারই প্রথম।
৩
টি–টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে তিনটি সেঞ্চুরিতে নাম লেখান ভারতের সাঞ্জু স্যামসন। জোহানেসবার্গে এদিন ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া গত ৮ নভেম্বর ডারবানে ১০৭ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেন উইকেটকিপার এই ব্যাটার।
৪
এই সিরিজে চারটি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে, যা সর্বোচ্চ।
৫
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পঞ্চম ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিলক বর্মা। এর আগে, ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের সাঞ্জু স্যামসন এই তালিকায় ছিলেন।
৯
চলতি বছরে টি–টোয়েন্টিতে নবমবারের মতো ২০০ ছুঁল ভারত, যা এক পঞ্জিকাবর্ষে যেকোনো দলের সর্বোচ্চ।
১২
এই সিরিজে ১২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। চার বা এর চেয়ে কম ম্যাচের দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে যেকোনো বোলারের সর্বোচ্চ।
৯২ দশমিক ৩০ শতাংশ
চলতি বছরে ২৪টি টি–টোয়েন্টির মধ্যে ২২টিই জিতেছে ভারত। শতকরা জয় ৯২ দশমিক ৩০, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ (কমপক্ষে ১০ ম্যাচ নিরিখে)।
- চলতি বছরে ২৪টি টি–টোয়েন্টির মধ্যে ২২টিই জিতেছে ভারত। শতকরা জয় ৯২ দশমিক ৩০, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ (কমপক্ষে ১০ ম্যাচ নিরিখে)।
- চলতি বছরে ২৪টি টি–টোয়েন্টির মধ্যে ২২টিই জিতেছে ভারত। শতকরা জয় ৯২ দশমিক ৩০, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ (কমপক্ষে ১০ ম্যাচ নিরিখে)।
২১০*
স্যামসন–তিলকের অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি; যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।
২৮৩/১
জোহানেসবার্গে ১ উইকেটে ২৮৩ রান করেছে ম্যান ইন ব্লুরা, যা প্রোটিয়াদের বিপক্ষে এই ফরম্যাটে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৫৮/৫ ছিল ওয়েস্ট ইন্ডিজের।