‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী ছেলে আইপিএলের নিলামে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত
প্রায় দুই মাস আগেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটে সবচেয়ে কমবয়সের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙেছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর হলেও ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত নাম বৈভব। ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এবার ১৩ বছর ২৩৪ দিনে আরেক সুখবরও পেলেন বৈভব।
আইপিএলের নিলামের শর্টলিস্টে বৈভব সূর্যবংশীর নামটা এসেছে। নিলামে জশ বাটলার, কুইন্টন ডি কক কিংবা মিচেল স্টার্কদের পাশাপাশি বৈভবের নামও থাকবে।
এরই মধ্যে রঞ্জি ট্রফিতে খেলেছেন বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। তবে এখানে শুরুটা তেমন ভালো হয়নি। পাঁচ ম্যাচে এখন পর্যন্ত মোটে ১০০ রান করেছেন। তবে বয়স বিবেচনায় তার রঞ্জি পারফরম্যান্সকে বড় চোখে দেখছেন না নির্বাচকরা। তবে ঠিকই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন। এ ছাড়া বিনোদ মানকাড ট্রফিতেও খেলেছেন। বিহারের হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে ৫ ম্যাচে ৪০০ রান। রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও রয়েছে বৈভবের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি করেছে বৈভব, এমন দাবিও নাকি কেউ কেউ করছেন।
১৩ বছরের এই কিশোর আইপিএলে নিশ্চিত জায়গা পাবেন, এমনটা ভাবাও কষ্টকর। কেননা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে কাদের বিপক্ষে খেলতে হবে, সেটাও মাথায় রাখবে দলগুলো। তাই কোনো দলে হয়তো তাকে না-ও দেখা যেতে পারে। যদিও আইপিএল নিলাম বরাবরই অনিশ্চিয়তার খেলা।
আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। শুক্রবার শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ২০২৫ আইপিএলের মেগা নিলামে ৫৭৪ জন ক্রিকেটারের নাম উঠবে। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটারও আছেন নিলামে। আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজি ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য ৭০টি জায়গা আছে।