রোনালদোর চ্যানেলে অতিথি হয়ে আসবেন মেসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

ছবি: সংগৃহীত
রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে আসছেন লিওনেল মেসি, এমন সংবাদে যে কারোর চোখই কপালে উঠার কথা। একই ফ্রেমে দেখা যাবে সময়ের সেরা দুই তারকাকে? সত্যিই তো, ভাবতেই অবাক লাগে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করেই এই গুঞ্জন উঠেছে।
সহজ করে বললে, রোনালদোর ছবির ক্যাপশনে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো লেখেন, ‘খুব শিগগিরই ক্রিস্টিয়ানোর চ্যানেলে নতুন একজন অতিথি আসবেন। আমরা ইন্টারনেটে রেকর্ড ভাঙতে যাচ্ছি।’ এরপর থেকেই এমন গুঞ্জনের শুরু। ক্রীড়াপ্রেমীদের ধারণা, মেসিই অতিথি হয়ে আসবেন।
কাতার বিশ্বকাপের আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই ছবিতে দেখা যায়, মেসি এবং রোনালদো দাবা খেলায় মগ্ন। তবে দাবার কোনো কোর্টে নয়, বরং একটি ফ্যাশন হাউজের ব্রিফকেসের ওপর। এই ছবির পোস্টে কয়েক মিনিটের মধ্যেই কয়েক মিলিয়ন লাইক বা রিয়েকশন পড়েছিল। এই দুই মহাতারকাও নিজেদের ফেসবুক পেজে একই ছবি পোস্ট করেছিলেন।
শুধু মেসিই না, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে আসবেন, এমন গুজবও ছড়িয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় রোনালদো বরাবরই অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে ৬৩ কোটিরও বেশি ফলোয়ার তার। এ ছাড়া ফেসবুকে ১৭ কোটির বেশি ভক্ত আছে তার। তার ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়ন সাবস্ক্রাইবার আছেন।