চ্যাম্পিয়ন্স ট্রফি
পাকিস্তানের বিরুদ্ধে যেতে অন্য দলগুলোকে ‘বড় লোভ’ দেখাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত
ভারত পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্তের জেরে এখন অচলাবস্থায় চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তানও ছাড় দিয়ে কথা বলছে না। যদিও চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি ঘোষণার আর মাত্র একদিন বাকি। ১৯ নভেম্বর চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার শেষ সময়।
রাজনৈতিক টানাপোড়নে পাকিস্তান ও ভারতের মধ্যকার বৈরী সম্পর্কের বিষয়টি এখন ক্রীড়াঙ্গনেও এসে বাসা বেঁধেছে। প্রায় এক দশক ধরে নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে দেশ দুটি। কেবল আইসিসির বৈশ্বিক ইভেন্টে এই দুই দলের লড়াই দেখা যায়। এবার সেটা নিয়েও শঙ্কা জেগেছে।
পাকিস্তানি গণমাধ্যমে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফিকে লাইনচ্যুত করতে গোপন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যমে দাবি করা হচ্ছে, টুর্নামেন্টের বর্তমান হোস্টিং ব্যবস্থার বিরোধিতা করার জন্য লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে বিসিসিআই।
প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তা ইস্যু এড়িয়ে হাইব্রিড মডেল অথবা টুর্নামেন্টটি ভারতে স্থানান্তরের জন্য অন্যান্য ক্রিকেট বোর্ডকে সমর্থন দিতে রাজি করানোর চেষ্টা করছে বিসিসিআই। আইসিসির আয়ের একটি অংশ এবং অতিরিক্ত আর্থিক প্রণোদনা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় দলের সঙ্গে অতিরিক্ত ম্যাচের প্রতিশ্রুতি দিয়ে বোর্ডগুলোকে আকর্ষণ করছে বিসিসিআই।
এদিকে, বিসিসিআইসহ সব সদস্য বোর্ডের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা অব্যহত রেখেছে আইসিসি। জোর দিয়ে আইসিসি জানিয়েছে, সব অংশগ্রহণকারী দল এবং বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সূচি নির্ধারিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কারণে এটি প্রভাবিত হবে না। আর ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে ম্যান ইন ব্লুদের বদলে একটি শক্তিশালী দল যুক্ত করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট পরিচালিত হবে।