×

খেলা

মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, কোন দল কার প্রতিপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, কোন দল কার প্রতিপক্ষ

ছবি: সংগৃহীত

   

বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা আলাদা ম্যাচে বুধবার (২০ নভেম্বর) মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেরুকে পাচ্ছে স্ক্যালোনির দল। বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে থাকায় একাদশ সাজানো নিয়ে চিন্তিত কোচ। ম্যাচ শুরু বুধবার ভোর ৬টায়। অন্যদিকে, জয়ের খোঁজে মাঠে নামবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়।

বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিলো আর্জেন্টিনার কাছে। তবে বছরের শেষ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আলবিসেলেস্তারা। জয়ের প্রত্যাশা নিয়েই ঘরের মাঠে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল স্ক্যালোনির দল। ১১ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিল টপার আর্জেন্টিনা। এ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে ফুটবলারদের ইনজুরির কারণে চিন্তিত কোচ স্ক্যালোনি। ইনজুরিতে ৫ ফুটবলারকে না পাওয়ায়, পরিকল্পনা সাজাতে কৌশলী হবেন তিনি। চোটের কারণে ছিটকে গেছেন নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। স্কোয়াডে রাখা হয়েছে জুলিয়ানো সিমিওনেকে। অনেক অস্বস্তির খবরের মধ্যে সবচেয়ে বড় স্বস্তির উপলক্ষ এনে দিতে পারেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে এ ম্যাচে আকাশী-নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে এই তারকাকে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ গোল দিয়ে শীর্ষে আসেন মেসি। অ্যাসিস্ট রয়েছে ২টি। শুধু তারকা বলেই নয়, মেসিকে স্পেশাল ভাবার কারণ তুলে ধরেন স্ক্যালোনি।

আর্জেন্টিনার কোচ বলেন, 'মেসির দিকে যদি তাকান তাহলে পুরো মৌসুমে প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন। তাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে। এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার মতো খেলোয়াড়ের সবসময় শতভাগ ফিট থাকা কঠিন এবং এতে আমি সমস্যা দেখি না। বরং এটা স্বাভাবিক বিষয়। চোটের কারণে সে কিছুদিন বাইরে ছিলো। এছাড়া সে সবসময় আমাদের সঙ্গেই ছিলো।'

প্রতিপক্ষ টেবিলের তলানির দিকে থাকলেও, পেরুকে সমীহ করেই মাঠে নামতে চায় আলবিসেলেস্তারা। স্ক্যালোনি বলেন, 'প্যারাগুয়ে এমন একটি দল যাদের ডিফেন্সে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। আমি মনে করি, তারা আরও কিছু পয়েন্ট পেতে পারতো। তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করতে হবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App