×

খেলা

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ২ পরিবর্তন

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ২ পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ২ পরিবর্তন

ছবি: সংগৃহীত

   

পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে আসছে দুই পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় সুযোগ পাচ্ছেন গঞ্জালো মন্টিয়েল ও লিওনার্দো বালের্দি। এদিকে সুস্থ অনুভব করায় দুশ্চিন্তা কেটেছে নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে। 

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ঘরের মাঠ লা বোম্বানেরায় পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ১২তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে আর্জেন্টিনা। ইনজুরির লম্বা তালিকায় যোগ হয়েছে দুই নাম। তার উপর সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হার। ঘুরে দাঁড়ানোর মঞ্চে একাদশ গড়া নিয়েই যেন হিমশিম খাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

লিসান্দ্রো মার্টিনেজ, জেরমান পেজ্জালা ও নিকোলাসা গঞ্জালেসদের পর ছিটকে গেছেন ক্রিস্টিয়ান রোমোরো ও নাহুয়েল মোলিনা। রোমেরো প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন। চোট সত্বেও প্যারাগুয়ের বিপক্ষে তাকে মাঠে নামিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। আসুনসিয়নে সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোমেরোর বদলি হিসেবে নামেন লিওনার্দো বালের্দি। পেরুর বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন বালের্দি। রোমেরোর ডান পায়ের চোটের অবনতি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি এরই মধ্যে লন্ডনে নিজের ক্লাবে ফিরে গেছেন। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

 অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি নাহুয়েল মোলিনা। ঝুঁকি এড়াতে পেরুর বিপক্ষেও তাকে আর মাঠে নামাবে না স্ক্যালোনি।  তার জায়গায় প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলা গঞ্জালো মন্টিয়েলই পেরুর বিপক্ষে প্রথম একাদশে খেলবেন। এদিকে দুশ্চিন্তা কেটেছে তাগলিয়াফিকোকে নিয়ে। প্যারাগুয়ের বিপক্ষে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তবে তার অবস্থার উন্নতি হওয়ায় পেরুর বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন তিনি।

পেরুর বিপক্ষে আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App