×

খেলা

সাফের আসর বাংলাদেশে, দিনক্ষণ চূড়ান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

সাফের আসর বাংলাদেশে, দিনক্ষণ চূড়ান্ত

ছবি: সংগৃহীত

   

কয়েকদিন আগেই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার সাফের স্বাগতিক হিসেবে দায়িত্ব পেলো বাংলাদেশ। 

বুধবার (২০ নভেম্বর) সাফের কম্পিটিশন কমিটির সভায় জুনিয়র নারী সাফের আয়োজক হিসেবে বাংলাদেশকে দায়িত্ব দেওয়া হয়। আগামী ১১-১৯ ফেব্রুয়ারি সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ। তবে আয়োজক নির্ধারিত হলেও এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি, ভেন্যুর নাম জানাতে।’ 

এদিকে চলতি বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী হওয়ার কথা। তবে এই ভেন্যু নাকি বিকল্প কোনো ভেন্যু নিয়ে বাফুফে ভাবছে, সেটাই এখন দেখার বিষয়। 

অন্যদিকে পুরুষ অ-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৫-১৫ নভেম্বর এই টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ। এ ছাড়া আগামী বছর পুরুষ সিনিয়র সাফ টুর্নামেন্টও আছে। তবে এখনো এই টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App