চ্যাম্পিয়ন্স ট্রফি
পাকিস্তানে ভারতের যাওয়া নিয়ে তুমুল বিতর্ক, সতর্ক করলো আইসিসি ও শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রিকেটপাড়ায় বেশ ভালোই নাটকীয়তা চলছে। নিরাপত্তার অজুহাতে আয়োজক দেশ পাকিস্তান সফরে যেতে নারাজ ভারত। তাদের দাবি, হাইব্রিড মডেল। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে হাইব্রিড মডেলে যাওয়া বিষয়টিও নাকচ করে দেয়া হয়েছে। ভারত-পাকিস্তান উভয়েই নিজ নিজ অবস্থানে অনড় থাকার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উভয়ই এই মুহূর্তে নিজেদের অবস্থানে অনড়।
এদিকে পিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সতর্ক করে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার বলেছেন, ভারত ছাড়া টুর্নামেন্ট হলে ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৪ কোটি রুপি) হারাতে হবে।
দেশটির একটি চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তান যদি ভারতকে আমাদের দেশে বা একটি নিরপেক্ষ ভেন্যুতে আনতে না পারে, তাহলে দুটি জিনিস ঘটবে। প্রথমত, আইসিসি এবং আয়োজক দেশ যে স্পনসরশিপ পাবে, তা থেকে আমরা প্রায় ১০০ মিলিয়ন ডলার হারাব। দ্বিতীয়ত, এটি অনেক ভালো হবে। যদি ভারত পাকিস্তানে আসে, লাহোরে খেলে এবং জিতুক বা হারুক, পরিস্থিতি যাই হোক না কেন।’
অন্যদিকে, এর মাঝেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আরেকটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। আগামী ২৩ নভেম্বর থেকে পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটি অংশগ্রহণের জন্য দলকে অনুমতি দেয়নি ভারত সরকার। দেশটির গণমাধ্যমে ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার জাতীয় ফেডারেশন জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তানে ভ্রমণের অনুমতি প্রত্যাখ্যান করেছে সরকার।