×

খেলা

কখন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে, জানালেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

কখন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে, জানালেন সাকিব

সাকিব আল হাসান

   

হোম অব ক্রিকেট মিরপুরে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু চরম আন্দোলন আর জনরোষের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। ফলে ঘরের মাঠে শেষ টেস্টও খেলা হয়নি তার।

অবসর না নিয়েও একরকম ক্রিকেটের বাইরে আছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজেও ছিলেন না, সাবেক এই টাইগার দলপতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই সাকিব। আর ওয়ানডেতে থাকবেন কিনা, তা নিয়েও শঙ্কা আছে। সবমিলিয়ে সাকিবের ওয়ানডে ক্যারিয়ার নিয়েও জেগেছে নানান প্রশ্ন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলবেন তো?

সম্প্রতি আবুধাবি টি-১০ লিগ শুরুর কয়েকদিন আগে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। যেখানে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

জাতীয় দল প্রসঙ্গে সাকিবের ভাষ্য, এই টুর্নামেন্টের (আবুধাবি টি-১০ লিগ) পরে দেখা যাবে। 

এরপর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও তার কাছে জানতে চাওয়া হয়। এই প্রশ্নে কৌশলে জবাব সাকিবের। তিনি বলেন, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’

আগামী ২ ডিসেম্বর শেষ হবে আবুধাবি টি-টেন লিগ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিবের কথা সত্য হয়ে থাকলে, সেই সিরিজেই তাকে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে। আর চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। সবকিছু ঠিক থাকলে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন লাল-সবুজের এই ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App