২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্রাজিলকে কত ম্যাচ জিততে হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপ থেকেই ধুঁকছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও শেষটা রঙিন হলো না দরিভাল জুনিয়রের শিষ্যদের। ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও নিজেদের মাঠে ড্র করেছে তারা। টানা দুই ড্রয়ে টেবিলের পাঁচে নেমে গেছে দলটি। ১২ ম্যাচে ৫ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। তাই সরাসরি তাদের বিশ্বমঞ্চে খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
তবে এখনই দুশ্চিন্তার কারণ নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিযনদের। কেননা, ৪৮ দল নিয়ে হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ। লাতিন আমেরিকা থেকে মোট ৬টি দল সরাসরি সুযোগ পাবে, আর আন্তঃমহাদেশীয় প্লে-অফ শেষে আরো একটি দল বিশ্বমঞ্চে জায়গা পাবে।
এদিকে এখনও ৬টি ম্যাচ বাকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যেখানে অন্তত দুটিতে জিততে হবে। বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত দুটিতে ড্র করতে হবে ভিনিসিয়ুস-রাফিনহাদের। এতে পয়েন্ট কমপক্ষে ২৪ হবে তাদের। ফলে, সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে ব্রাজিল।
অন্যদিকে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধান ৭। এ ছাড়া উরুগুয়ে থেকে দুই এবং ইকুয়েডর ও কলম্বিয়া থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়ের সঙ্গেও বেশি ব্যবধান নেই। মাত্র ১ পয়েন্ট কম। এ ছাড়া সাতে থাকা বলিভিয়া থেকে ৪ পয়েন্ট এগিয়ে সেলেসাওরা। তাই সেরা ছয়ে থাকতে সতর্ক হতেই হচ্ছে সেলেসাওদের। আর অবস্থান ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বমঞ্চে জায়গা পাওয়াও সহজ হবে।
আগামী বছরের মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিল। আর দুই মাস পর ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এ ছাড়া সেপ্টেম্বরে বাছাইয়ের শেষ দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরিচ ও বলিভিয়া। আর্জেন্টিনা ছাড়া বাকি দলগুলো তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাই ব্রাজিলের সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা নেই।