×

খেলা

কবে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ও ব্রাজিল, জানালো এআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

কবে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ও ব্রাজিল, জানালো এআই

ছবি: সংগৃহীত

   

দিন দিন বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। সাম্প্রতিক সময়ে যেকোনো বিষয়ে ভবিষ্যদ্বাণী জানতে চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের কাছে নানান বিষয়ে জানতে চায় মানুষ। এমনই কৌতূহল নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ফের কবে ফিফা বিশ্বকাপ জিতবে, তা চ্যাটজিপিটির কাছে জানতে চাওয়া হয়। আর উত্তর দেখেও যে কারোর চোখ কপালে উঠবে।

কাতার বিশ্বকাপ থেকেই ধুঁকছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও শেষটা রঙিন হয়নি সেলেসাওদের। ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও নিজেদের মাঠে ড্র করেছে তারা। টানা দুই ড্রয়ে টেবিলের পাঁচে নেমে গেছে দলটি। ১২ ম‍্যাচে ৫ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। তাই সরাসরি তাদের বিশ্বমঞ্চে খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

অন্যদিকে বেশ ভালো অবস্থানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের টেবিলে শীর্ষে মেসির দল। এমন পরিস্থিতিতে এই দুই দেশ কবে বিশ্বকাপ জিতবে, এমন প্রশ্নের জবাবে চ্যাটজিপিটি জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। আর আর্জেন্টিনা ২০৩৪ বিশ্বকাপ ঘরে তুলবে।

এর মানে হলো, ২০৩০ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে হেক্সা পূরণ হবে সেলেসাওদের। অন্যদিকে কাতারের পর ফের এশিয়ায় বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা। তাহলে ২০২৬ বিশ্বকাপ কে জিতবে, এমন প্রশ্নে চ্যাটজিপিটি জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ জিতবে ফ্রান্স।

এদিকে এখনও ২০৩৮ ও ২০৪২ বিশ্বকাপের আয়োজক কারা, তা এখনও জানা যায়নি। তবে চ্যাটজিপিটি জানিয়েছে, ১৯৬৬ সালের পর ইংল্যান্ড ফের বিশ্বকাপ জিততে যাচ্ছে। এ ছাড়া ইউরোপের পরাশক্তি এবং চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ২০৪২ বিশ্বকাপ জিতবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App