×

খেলা

সমালোচনা মেনে নেবেন পাকিস্তানের নতুন কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম

সমালোচনা মেনে নেবেন পাকিস্তানের নতুন কোচ

আকিব জাভেদ

   

নির্বাচক ও কোচের দায়িত্ব একই সঙ্গে পালন করায় একসময় মিসবাহ–উল–হকের তীব্র সমালোচনা করেছিলেন আকিব জাভেদ। এবার সেই দ্বৈত ভূমিকায় খোদ তিনি নিজেই। তবে বিষয়টিকে খানিকটা ভিন্ন বলছেন আকিব। পাশাপাশি সমালোচনা মাথা পেতে নেওয়ার প্রস্তুতির কথাও জানালেন পাকিস্তানের সাদা বলের দলের ভারপ্রাপ্ত এই কোচ।

আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আকিবকে সাদা বলের ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচক হিসেবেও আগের দায়িত্ব পালন করবেন সাবেক এই পেসার। গুঞ্জন আছে, দক্ষিণ আফ্রিকা সফরের পর গিলেস্পিকে সরিয়ে আকিবকেই টেস্ট দলের কোচের দায়িত্বও দেওয়া হবে।

মিসবাহর উদাহরণ টানায় আকিব বলেন, আপনি যেসব ঘটনা বললেন, সেগুলোর চেয়ে আমার ব্যাপারটি একটু ভিন্ন। (মিসবাহর মতো) আমি প্রধান নির্বাচক নই, নির্বাচক প্যানেলের অংশ। আমি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখি না। কারণ, আমরা সবাই চাই এমন ক্রিকেটারদের বেছে নিতে, যারা পাকিস্তানের হয়ে সেরাটা দেবে।

তিনি যোগ করেন, সমালোচনা অনিবার্য এবং সেটা যৌক্তিকও হতে পারে। লোকে প্রশংসা করবে নাকি সমালোচনা, এটিও একজন ক্রিকেটারের নিয়ন্ত্রণেই থাকে। দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমালোচনা ও প্রশংসা নির্ভর করবে আমাদের পারফরম্যান্সের ওপর। সমালোচনা যদি প্রাপ্য হয়, সবার আগে আমিই মেনে নেব।

নিজের পরিকল্পনা নিয়ে আকিব বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের মূল মনোযোগ এখন ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে থিতু একটি দল দেখতে পাবেন। টি-টোয়েন্টিতেও বদলের ছাপ দেখতে পাবেন। জিম্বাবুয়ে সিরিজে আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি। তাদের জন্য সুযোগ লুফে নেওয়ার বার্তা এটি। নতুনদের সুযোগ না দিলে বিকল্প ক্রিকেটার গড়ে তোলা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App