×

খেলা

ভারতের দেড়শর জবাবে মহাবিপদে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

ভারতের দেড়শর জবাবে মহাবিপদে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ, ছবি: সংগৃহীত

   

পার্থে অস্ট্রেলিয়ান পেসারদের গতি আর বাউন্সে স্রেফ ১৫০ রানে অলআউট হয় ভারত। জবাবে আরো বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৬৭ রানেই ৭ উইকেট খুইয়ে ফেলেছে অজিরা। প্রথম ইনিংসে এখনও ৮৩ রানে এগিয়ে সফরকারীরা।

শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেনি ভারতের উদ্বোধনী জুটি। ৮ বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি জয়সওয়াল। তরুণ এই ওপেনার দ্রুতই ফেরায় উদ্বোধনী জুটিতে মাত্র ৫ রান তুলে পারে সফরকারীরা।

আরেক তরুণ দেবদূত পাডিক্কালও ডাক খেয়েছেন। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি টপ-অর্ডার এই ব্যাটার।

১৪ রানে জোড়া উইকেট হারানোর পর বিপদ আরো বাড়িয়েছেন বিরাট কোহলি। কিছুতেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না দীর্ঘ ধরে অফফর্মে থাকা টপ-অর্ডার এই ব্যাটার। ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন লোকেশ রাহুল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি। ওপেনিং নামা এই ব্যাটার থেকে ৭৪ বলে ২৬ রান এসেছে।

এরপর টপ-অর্ডারের দেখানো পথেই হেঁটেছেন ধ্রুব জুরেল-ওয়াশিংটনরা। তবে মিডল-অর্ডারে ঋষভ পান্ত ও নীতিশ ব্যতিক্রম ছিলেন। দলকে টেনে তোলার চেষ্টা চালিয়েছিলেন তারা। কিন্তু ৩৭ রান করে পান্ত প্যাভিলিয়নে ফেরার পর আর কেউই নীতিশকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ৪১ রান করে আউট হন নীতিশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় অজিরা। নাথান ম্যাকসুইনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বুমরাহ। এরপর উসমান খাজাকেও শিকার করেন ভারতীয় অধিনায়ক। ম্যাকসুইনি ১০ রান ও খাজা ৮ রান করে সাজঘরে ফেরেন। 

শুরুর ধাক্কা সামলে নেওয়ার আগেই স্মিথও রানআউট হয়ে সাজঘরে ফেরেন। বুমরাহর বলে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নেন টপ-অর্ডার এই ব্যাটার। 

এরপর ট্রাভিস হেড ও মিচেল মার্শও ভরসার প্রতীক হতে পারেননি। হেড ১৩ বলে ১১ রান এবং মার্শ ১৯ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

তবে তিনে নামা মারনাস লাবুশেন ধৈর্যের পরিচয় দিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালান। সতীর্থদের যাওয়া-আসার মিছিল দেখতে দেখতেই ৫২টি বল খেলে মাত্র ২ রান করেন তিনি। কিন্তু সিরাজের বলে লাবুশেনও এলবিডব্লিউ! 

এরপর ৫ বলে ৩ রান করে বিদায় নেন কামিন্স। অজি অধিনায়কের উইকেট নেন বুমরাহ। ফলে ৫৯ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষমেশ ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। ক্যারি ২৮ বলে ১৯ এবং ১৪ বলে ৬ রানে ক্রিজে আছেন মিচেল স্টার্ক। এখনো ৮৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

ভারতের হয়ে চারটি উইকেট নেন বুমরাহ। সিরাজ দুটি উইকেট এবং রানা একটি উইকেট নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App