আইপিএল নিলামে ইতিহাস: স্টার্কের রেকর্ড ভেঙে যে দলে আইয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
-6743085568243.jpg)
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার এখন আইয়ার। ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এতদিন সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি উঠেছিল তার দাম। রবিবার (২৪ নভেম্বর) ২৬ কোটি ৭৫ লাখ রুপি রেকর্ড মূল্যে আইয়ারকে কিনেছে পাঞ্জাব। ফলে, বিশ্বকাপজয়ী এই পেসারের রেকর্ড ভেঙেছেন ভারতের আইয়ার।
গত মৌসুমের শিরোপাজয়ী অধিনায়ক আইয়ারকে রিটেইন করেনি কলকাতা। তবে নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত তাকে পেতে বিড করেছিল দলটি।
এবারের মেগা নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে আর্শদীপ সিংয়ের নাম উঠে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে দলে ভেড়াতে প্রথমে চেন্নাই আগ্রহ দেখায়। এরই মধ্যে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাট ও হায়দরাবাদের মধ্যে লড়াই হয়। শেষমেশ ১৫ দশমিক ৭৫ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ। তবে সেখানে না, পুরনো ঠিকানাতেই ফেরেন এই পেসার।
১৮ কোটি রূপিতে অর্শদীপকে কিনে নেয় তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল হায়দরাবাদ। কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।
দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাগিসো রাবাদাকে নিলামে তোলা হয়। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।